যথাসময়ে সেনা মোতায়েনঃবৈঠক শেষে সিইসি

    0
    345

    আমার সিলেট24ডটকম,২৮নভেম্বরঃ আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় যথাসময়ে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে তফসিল ঘোষণার পর সৃষ্ট আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বিভিন্ন বাহিনীর প্রতিনিধির সাথে বৈঠক শেষে সিইসি একথা বলেন। বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়ে চলে দুপুর পৌনে ২টা পর্যন্ত। সিইসি রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, বিজিবি মহাপরিচালক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং অন্য বাহিনী ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের জানান, বর্তমানে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। যথাসময়ে সেনাবাহিনী মোতায়েন করা হবে।