মৌলভীবাজার প্রথম করোনা টিকা নিলেন নেছার আহমদ এমপি

    0
    488

    আলী হোসেন রাজন,মৌলভীবাজারঃ  মৌলভীবাজারে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে মৌলভীবাজার তিন আসনের সংসদ সদস্য নেছার আহমদ এই কর্মসূচির উদ্বোধন করে, নিজে প্রথম টিকা গ্রহন করেন। এরপড় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মো: জাকারিয়া, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, মুক্তিযোদ্ধা কমানন্ডার সহ স্ব্যাস্থ্যকর্মী, শিক্ষক সহ দায়িত্বশীল বেশ কয়েকজন কর্মকর্তা টিকা নেন। দায়িত্বশীলদের টিকাগ্রহণের পরে অগ্রাধিকারভাবে তালিকাভুক্তরাও এ টিকা পাবেন। এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় কেরোনা টিকা গ্রহন করতে নিবন্ধন করেছেন ৫৭৫৪ জন। আজ পুড়ো জেলায় টিকা নিবেন মোট ৮১৬জন। এদেও মধ্যে মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালে টিকা গ্রহন করবেন ২৯৭ জন, রাজনগরে ৫০জন, কুলাউড়ায় ৩৯জন, বড়লেখা-১০০জন, শ্রীমঙ্গলে ২০০জন, জুড়ী ৩০ জন এবং কমলগঞ্জ ১০০জন। করোনা টিকা প্রদানের জন্য সদর হাসপাতালে ৮টি বুথ ও প্রতিটি উপজেলায় ৩টি করে বুথ খোলা হয়েছে ।