মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক সংঘের কমিটি পুণগঠন

    1
    252

    আমারসিলেট24ডটকম,০৯জানুয়ারীঃ মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক সংঘের এক সভায় কমিটি পুণগঠন করে সোহেল আহমেদকে সভাপতি ও দুলাল মিয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়। সম্প্রতি সংগঠনের চৌমুহনাস্থ কার্যালয়ে সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান সোহেল। সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর অন্যতম সদস্য বিপুল দাশ, রিক্সা শ্রমিক সংঘের দুলাল মিয়া, খলিলুর রহমান মোঃ জোনাব আলী, কিসমত মিয়া, মোঃ মোস্তফা কামাল, সঞ্জয় কর, মোঃ কাইয়ূম, রুবেল মিয়া, মোঃ আল আমিন মিয়া, মোঃ মুক্তার আলী, মোঃ শাহজাহান মিয়া, গনেশ চন্দ্র রায়, মোঃ আজিজ মিয়া প্রমূখ। সভায় উপস্থিত সদস্যদের সর্বসস্মতিক্রমে রিকশা শ্রমিক সংঘের জেলা কমিটি পুণগঠন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন সহ-সভাপতি খলিলুর রহমান ও শাহজাহান মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ মুক্তার মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কিসমত মিয়া, কোষাধ্যক্ষ জোনাব আলী, প্রচার সম্পাদক গনেশ চন্দ্র রায়, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান আলী, সদস্যবৃন্দ মোঃ মোস্তফা মিয়া, সঞ্জয় কর, জলধর রায়, বিষ্ণু মোহন মোহান্ত, মোঃ আল আমিন মিয়া, বিরণ কর। সভায় প্রধান অতিথির বক্তব্যে কবি শহীদ সাগ্নিক শাসক গোষ্ঠীর ক্ষমতার গদি নিয়ে কামড়াকামড়ি ও দ্বন্দ্ব-সংঘাতে নিরিহ জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে সামরাজ্যবাদ ও দালাল এদেশীয় শাসক শোষক গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান। সম্প্রতি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, আসম রবের জাসদ  রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূতভাবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ নাম ব্যবহার করে জোট গঠন করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্ঠায় লিপ্ত হয়। তিনি অবিলম্বে এই অপতৎপরতা বন্ধের দাবি জানান। সভায় রিকশা শ্রমিকদের জন্য বর্তমান বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য ভাড়া নির্ধারণ, রিকশা রাখার জন্য সুবিধাজনক স্থানে স্থায়ী স্ট্যান্ড স্থাপন ও কথায় কথায় রিকশা শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করার জোর দাবি জানান হয়।