মৌলভীবাজারে ডিজিটাল সেন্টার বিষয়ক স্থানীয় সরকার সংলাপ

    0
    241

    আমারসিলেট24ডটকম,০১ডিসেম্বর,আলী হোসেন রাজনঃ স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম, মৌলভীবাজার এর আয়োজনে ও ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর সহযোগিতায় স্থানীয় সরকার উন্নয়নে ডিজিটাল সেন্টার বিষয়ক স্থানীয় সরকার সংলাপ অনুষ্ঠিত হয়। ৩০ নভেম্বর রোববার বিকাল ৩টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: জাকারিয়া। স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম, মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।

    কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) সিলেট অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক মো. হাবিবুল আলম, আলোচনায় অংশ নেন আমতৈল ইউপি চেয়ারম্যান সুজিত কুমার দাশ, একাটুনা ইউপি চেয়ারম্যান মো. আবু সুফিয়ান, স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম, মৌলভীবাজার এর সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি মাসুদ আহমদ, সাংবাদিক এডভোকেট নুরুল ইসলাম শেফুল, সালেহ এলাহী কুটি, বিকুল চক্রবর্তী, প্রনীত রঞ্জন দেবনাথ, আব্দুর রহমান সোহেল, মোস্তফাপুর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা জাকির হোসেন মুজিব, ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) সিলেট অফিসের প্রশিক্ষণ সহযোগি চম্পা রানী পাল প্রমুখ। উন্মুক্ত আলোচনা করেন কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি সুশীল সেন গুপ্ত, ডিবি ওসি সালেহ উদ্দিন আহমদ প্রমুখ।

    বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ দেশের প্রাচীনতম স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এটি তৃণমুল পর্যায়ে জনগণের সবচেয়ে কাছের সরকার। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য-প্রযুক্তি ভিত্তিক কেন্দ্র ‘ইউনিয়ন ডিজিটাল সেন্টার’ পরিষদকে নতুন মাত্রা প্রদান করেছে। এই তথ্য সেবা কেন্দ্রের মূল লক্ষ্য হল, ইউনিয়ন পরিষদকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিনত করা, যাতে এই সব প্রতিষ্ঠান ২০২১ সালের মধ্যে একটি তথ্য ও জ্ঞান-ভিত্তিক দেশ প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এই সব কেন্দ্র সরকারি-বেসরকারি তথ্য ও সেবাসমূহ জনগনের কাছাকাছি নিয়ে যেতে, প্রযুক্তি বিভেদ দূর করতে ও সকল নাগরিককে তথ্য প্রবাহের আধুনিক ব্যবস্থার সাথে যুক্ত করতে সুদুর প্রসারী ভূমিকা রাখতে পারে ।