মোল্লার ফাঁসির সংবাদে বৃটেনে জেনোসাইড ১৯৭১’এর মিষ্টি বিতরণ

    0
    339

    আমারসিলেট24ডটকম,১৩ডিসেম্বর,বদরুল হকঃ যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি হওয়ার সংবাদে সমগ্র বিশ্ববাঙালির ন্যায় বৃটেনের জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের আন্দোলনরত নেতাকর্মীরাও ছিলেন আনন্দিত, করেছেন সন্তোষ প্রকাশ, মিষ্টি বিতরণ ও আনন্দসভা।

    রাজাকারদের বিচারের দৃপ্ত শপথে দন্ডপ্রাপ্তদের রায় কার্যকরের দাবিতে বিশ্ব জনমত গঠনের লক্ষে বিশ্বব্যাপী ক্যাম্পেইনরত সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় এক রেস্টুরেন্টে মিষ্টি বিতরণ ও আনন্দ সমাবেশের আয়োজন করা হয়।

    জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগ লিডার মনসুর আহমদ মকিসের সভাপতিত্বে এবং সংগঠনের ডেপুটি কনভেনার ৭১’র মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গোলাম আবু সালেহ সুবের, হাবিবুর রহমান মকবুল, সেলিম আহমদ, মুহিবুর রহমান মুহিব, শাহ মো. শাফি কাদির, এম এ রউফ, শামীম আহমদ, ফখরুল ইসলাম, আবুল কালাম মুমিন, আনহার মিয়া, রুহুল আমির, সিতাব আলী, এবি রুবেল, শেখ মো. আনোয়ার, ফেরদৌস রহমান, শামসুল মিয়া শামসু, মোস্তফা কামাল বাবলু, জয়নাল ইসলাম, সিতাব আহমদ, হিরন মিয়া, শেখ এম এ সালাম, লিলু মিয়া, সেবুল আলী প্রমুখ।

    সভাপতির বক্তব্যে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার ও মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ডের সাবেক কেন্দ্রীয় নেতা মনসুর আহমদ মকিস তার বক্তব্যে বলেন, কাদের মোল্লার ফাঁসি কার্যকরের মাধ্যমে সমগ্র জাতির ন্যায় আমাদের সংগঠনের আন্দোলনরত নেতাকর্মীরাও আজ আনন্দিত ও উৎফুল্ল। দীর্ঘ প্রতিক্ষার পর এই ফাঁসির মাধ্যমে বাঙালিরা কিছুটা হলেও কলঙ্কমুক্ত হয়েছে বলে উলেস্নক করে সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, অন্যান্য দন্ডপ্রাপ্ত রাজাকারদের ফাঁসি কার্যকরের মাধ্যমে সমগ্র জাতিকে পুরোপুরি কলঙ্কমুক্ত করতে হলে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    সংগঠনের ডেপুটি কনভেনার মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক অভিযুক্ত অন্যান্য রাজাকারদের বিচার সম্পন্ন করতে দেশে বিদেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবার দৃপ্ত শপথ নেয়ার আহ্বান জানান।