মোবাইল খুঁজতে টয়লেটের ট্যাংকিতে পড়ে ২ভাইয়ের করুণ মৃত্যু

    0
    241

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯সেপ্টেম্বর,হাবিবুর রহমান খান:মৌলভীবাজার জেলার বড়লেখায় মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে টয়লেটের ট্যাংকিতে পড়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু।

    বৃহস্পতিবার বিকেলে বড়লেখা দক্ষিণভাগ ইউনিয়নের ৮নং কাশেম নগর গ্রামের বাচ্চু মিয়ার দুই ছেলে নাবিল আহমদ (২২) ও বাদল মিয়া (১৭) টয়লেটের ট্যাংকিতে মোবাইল খুজতে গিয়ে অসাবধানতায় পড়ে গিয়ে দুই সহোদর ভাই একসাথে মুত্যুবরণ করেছে।পরে টয়লেটের ট্যাংকি থেকে তাদের লাশ উদ্ধার করেন। তারা একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

    এদিকে, ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ ও থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ২টায় বাচ্চু মিয়ার ছেলে অটোরিকশাচালক আকিব উদ্দিনের (২০) একটি মোবাইল ফোন বাড়ির কাচা ল্যাট্রিনে পড়ে যায়। ছোট ভাই বাদল মিয়া সেটি খুঁজতে গিয়ে অসাবধানতাবশত ল্যাট্রিনের ভেতরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই নাবিল আহমদও ল্যাট্রিনের গভীর গর্তে পড়ে যায়।
    পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা চেষ্টা চালিয়ে তাদেরকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। স্টেশন অফিসার মো. মুনিম সারোয়ার দমকল বাহিনী নিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টায় ল্যাট্রিন থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করেন।
    বড়লেখা থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে।