মন্ট্রিয়লের ফ্রাঙ্কোফলি ফেস্টিভ্যালে প্রতিদিন মানুষের ঢল

    0
    205

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭জুন,সদেরা সুজন,সিবিএনএ কানাডা থেকেঃ এবছর ফ্রাঙ্কোফলি ফেস্টিভ্যালটির শুরু থেকেই আবহাওয়া অনুকুলে ছিলো, আজ শুক্রবার রাতে অনুষ্ঠান চলাকালে গুড়ি গুড়ি বৃষ্টি হলে মানুষের ঢল থামাতে পারেনি। এ ক’দিন ছিলো চমৎকার আবহাওয়া, আকাশভরা সোনালী রোদ্দুর আর দাবদাহই বলে দিচ্ছে গ্রীষ্ম দ্বারপ্রান্থে। নারী-পুরুষের পোশাক-আশাকও বদলে গেছে।

    কর্ম দিবস হওয়া সত্ত্বেও মঙ্গল-বুধ, বৃহস্পতিবার এবং শুক্রবার ফ্রাঙ্কোফলি উৎসবটি জমে ওঠেছে। হাজার হাজার সঙ্গীতপ্রিয় মানুষের ঢল নেমেছে মন্ট্রিয়লের প্লাস দি আটর্সের উৎসব এলাকায়। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বেশ ক’টি মঞ্চ থেকে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা তাদের দল নিয়ে সঙ্গীত পরিবেশন করছেন। এখন গান-বাজনার তালে তালে উন্মাতাল মন্ট্রিয়লের প্লাস দ্যা আটর্স।

     গত ক’দিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিখ্যাত সংগীত শিল্পীদের কনসার্টের সময় অপ্রতিরোধ্য মানুষের ঢল সামলাতে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা হিমশিম খেতে হয়েছে।  এসময়  উৎসব এলাকায় অতিরিক্ত পুলিশ এবং ফায়ার বিগ্রেডেসহ বিভিন্ন রকমের সিকিউরটির উপস্থিতি ও নজরদারি ছিলো দেখার মতো। উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে  Paul Piche, Bernard Admus, Zaho, Sophie Pelletier, FeFe,Demain Matin, Catherine Major, Caroline Savoie, Sally Folk, Yann Perreau Tryo, 2FRERES Jonathan Painchaud et Bodh’aktan ছাড়াও আরো অনেক খ্যাতিনামা শিল্পী, সহ শিল্পীরা গান আর গান দিয়ে মুগ্ধ করেছেন লাখ লাখ শ্রোতা দর্শকদেরকে।

    প্রতিদিন রাত ন’টায়  বিশাল  বেল মঞ্চে খ্যাতিনামা শিল্পীদের ন’টায় শুরু হবার কথা থাকলেও ৮টার পর থেকেই মঞ্চ এলাকায় মানুষের ভীড় জমতে থাকে।  রাত ন’টায় কানায় কানায় ভরে যায় এলাকা। হাজার হাজার সঙ্গীত প্রিয় মানুষের উন্মাতাল নৃত্যে কেঁপে উঠে মন্ট্রিয়লের ডাউনটাউন।  রাত ১২টা পর্যন্ত ফেন্টিভ্যাল এলাকার বিভিন্ন মঞ্চ থেকে বিরতীহীন গান পরিবেশিত হয় ইনডোরে ভোর তিনটা পর্যন্ত শো চলছিলো। ফেস্টিভ্যাল এলাকায় রয়েছে রকমারি স্যুভেনির ষ্টোর, খাবার স্টল, বিনোদন মূলক অনুষ্ঠানসহ রয়েছে বিভিন্ন শিল্পীর সিডি আর ডিভিডির ষ্টোর।

    ৮ জুন থেকে শুরু হওয়া দশদিনব্যাপী ফ্রাঙ্কোফলির ২৯তম আসরের সমাপ্তি ঘটতে যাচ্ছে ১৮ জুন রবিবার।  দশদিন পরেই একই স্থানে শুরু হবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যাজ ফেস্টিভ্যাল। ২৮ জুন থেকে ৮ জুলাই জ্যাজ উৎসবের ৩৮তম আসর বসবে। মন্ট্রিয়লের সব ক’টি ফেস্টিভ্যালের অনুষ্ঠান ধারাবাহিকভাবে নিউজ, ছবি কাভারেজ করবে সিবিএনএ । মন্ট্রিয়লে বসবাসরত প্রবাসীরা কষ্টকঠিন জীবনে একটু আনন্দের জন্য ঘুরে আসার আহবান রইলো। ভালো লাগবে, গতানুগতিক জীবনের ধারাবাহিকতা থেকে ভিন্নতা আসবে।