মঞ্জুর হত্যা মামলার রায় আজও হয়নি

    0
    227

    আমারসিলেট24ডটকম,১০ফেব্রুয়ারীঃ আদালতের বিচারক পরিবর্তন হওয়ায় নির্ধারিত তারিখ অনুযায়ী আজ সোমবার বহুল আলোচিত মঞ্জুর হত্যা মামলার রায় আজও হয়নি।এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খবিরউদ্দিন ভুইয়া বলেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো মামলার রায় দেওয়ার সময় বিচারক পরিবর্তন হলে নতুন বিচারক এসে পূর্ববর্তী তারিখে রায় দিতে পারেন না। কারণ, ওই মামলার রায়সংক্রান্ত বিষয়াদি নতুন বিচারককে জানতে হবে। পূর্ববর্তী বিচারকের রেকর্ড সম্পর্কে জানতে হবে। নতুন বিচারক ইচ্ছে করলে পূর্ববর্তী বিচারকের রেকর্ড নিজে পড়ে নিতে পারেন অথবা শুনানি করতে পারেন।

    আইনজীবী আরো বলেন, রায়ের তারিখ অবশ্যই পরিবর্তন করতে হবে। পূর্ববর্তী বিচারকের দেওয়া তারিখে রায় দিলে আইনসম্মত হবে না। এদিকে জাতীয় পার্টির সূত্র জানিয়েছে, সোমবার রায় ঘোষণার সম্ভাবনা কম। তবে রায়ের তারিখ উপলক্ষে নেতা-কর্মীরা আদালতে যাচ্ছেন।গত তিন ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে মঞ্জুর হত্যা মামলার বিচারক হোসনে আরা আক্তারকে বদল করে নতুন বিচারক নিয়োগ দেওয়া হয়। এ মামলায় নতুন বিচারক করা হয়েছে খন্দকার হাসান মাহমুদ ফিরোজকে।এর আগে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত (অস্থায়ী) প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা আক্তারের আদালত ১০ ফেব্রুয়ারি রায়ের তারিখ নির্ধারণ করেন।