ভাষাসৈনিক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত’র ইন্তেকাল  

0
605
ভাষাসৈনিক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত’র ইন্তেকাল
ভাষাসৈনিক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

নিজস্ব প্রতিনিধিঃ  বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও বৃহত্তর সিলেটের কৃতি সন্তান এবং বর্তমান পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মুমিন এর বড় ভাই আবুল মাল আবদুল মুহিত ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার (২৯ এপ্রিল ২০২২) দিবাগত রাত (৩০ এপ্রিল ২০২২) পৌনে একটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আবুল মাল আবদুল মুহিত এর মৃত্যুতে গভীর  শোক ও দুঃখ প্রকাশ করে তার মাগফেরাত কামনা করেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি, সভাপতি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি ও সাবেক চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ।

জানা যায়, ইউনাইটেড হাসপাতালে চিকিতসারত অবস্থায় থাকাকালীন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুল মাল আব্দুল মুহিত একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জানাজার সময় এখনো জানা যায়নি।