ভারতে ৫বছর কারাভোগ শেষে ফিরল ৯কিশোর-কিশোরী

    0
    249

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০সেপ্টেম্বর,বেনাপোল প্রতিনিধিঃ অবৈধপ‌থে ভার‌তে পাচার হওয়া ৯ বাংলাদেশী কিশোর-কিশোরী ৫ বছর কারা‌ভোগ শে‌ষে শনিবার রাতে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে।

    ফেরত আসা কিশোর-কিশোরীরা হলো, কিশোরগঞ্জের বাচ্চু মিয়ার ছেলে আরিফ (১৫), নড়াইলের জাকির শেখের মেয়ে জান্নাত শেখ (১৬), আনোয়ার মোল্লার মেয়ে মঞ্জু বেগম (১৮), সোয়েব শেখের ছেলে সাইফুল (১৮), চট্টগ্রামের মাহবুবুর রহমানের ছেলে সামিয়া শেখ (১৬), গাজীপুর টঙ্গীর রানার ছেলে মাসুদ (১৭),  নারায়ণগঞ্জের সুরুজ আলীর ছেলে আলাউদ্দিন শেখ (১৭), জয়দেবপুরের শাহজান মোল্লার মেয়ে শরিফা বেগম (১৭), সাতক্ষীরার সামাদ মোড়লের ছেলে সাগর মোড়ল (১৬)।

    বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা ওই কিশোর-কিশোরীদের বিভিন্ন সীমান্ত পথে ৫ বছর আগে ভারতের মুম্বাই শহরে পাচার করে। সেখান থে‌কে ভারতীয় পুলিশ তা‌দের আটক ক‌রে মুম্বাই কারাগারে পাঠায়। প‌রে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ৫ বছর কারাভোগ শেষে ভারতীয় পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কা‌ছে তা‌দের হস্তান্তর করে। সেখান থে‌কে আহসানিয়া মিশন যশোর শাখা ওই সকল কিশোর-কিশোরীদের ‌নি‌জে‌দের হেফাজতে নেন তাদের অভিভাবকদের কা‌ছে পৌঁছে দেওয়ার জন্য।