বড়লেখার সোনালী ব্যাংকের শাহবাজপুর শাখায় অগ্নিকাণ্ড

    0
    259

    আমারসিলেট24ডটকম,০১মার্চঃ মৌলভীবাজারের বড়লেখার সোনালী ব্যাংকের শাহবাজপুর শাখায় অগ্নিকাণ্ডে দুটি কম্পিউটার সম্পূর্ণরূপে পুড়ে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাংক বন্ধ থাকায় এবং  দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এ ব্যাংকটি।
    ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১১টার দিকে  উপজেলার শাহবাজপুর বাজারের সামছুদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংকের হিসাব শাখার কম্পিউটারে আগুন লেগে যায়। মার্কেটের লোকজন আগুনের লেলিহান শিখা দেখে আগুন নেভাতে তৎপরতা শুরু করে। খবর পাঠানো হয় বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশনে।
    খবর  পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে দুটি কম্পিউটার পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাজির হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় ব্যাংকে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে জানা যায় ।
    ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল ওয়াহিদ বলেন, ‘অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কম্পিউটারে গ্রাহকদের অ্যাকাউন্টের হিসাব-নিকাশের ক্ষতি হবে না।  ব্যাংক বন্ধ থাকার পরে ও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় আমরা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছি।