বৈষম্য বিলুপ্ত আইন দ্রুত প্রণয়ের দাবিতে কমলগঞ্জে মানববন্ধন

    0
    208

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫ডিসেম্বর,কমলগঞ্জ প্রতিনিধি:    জাত-পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধ আইন কমিশন সুপারিশকৃত বৈষম্য বিলুপ্ত আইন দ্রুত প্রণয়ণের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমলগঞ্জ শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি প্রতাপ শব্দকরের নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা চৌমুহনায় এ মানববন্ধন কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন কমিটির সাধারন সম্পাদক সুপ্রীম দাশ, পপি মাদ্রাজী, দিয়ানা মাদ্রাজী ও সাংবাদিক শাব্বির এলাহী।

    বক্তারা বলেন, সরকার জাতপাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে আইন কমিশন সুপারিশকৃত বৈশম্য বিলুপ্ত আইন করেন। বাস্তবে সে আইন কার্যকর হয়নি। এ আইনটি দ্রুত বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন থেকে সরকারের কাছে তারা জোর দাবি জানান।