বেনাপোলে কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত যাত্রীদের মাঝে ইফতার

0
774
বেনাপোলে কোয়ারেন্টাইনে ভারত ফেরত যাত্রীদের মাঝে ইফতার
বেনাপোলে কোয়ারেন্টাইনে ভারত ফেরত যাত্রীদের মাঝে ইফতার

এম ওসমান, বেনাপোল প্রতিনিধিঃ বিশেষ অনুমতিতে ভারত থেকে বাংলাদেশে আসা পাসপোর্টধারী যাত্রীদের হাতে ইফতার তুলে দিল শার্শা উপজেলা ছাত্রলীগ। বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা ভারতের পেট্টাপোল থেকে বেনাপোল ইমিগ্রেশনে এসে পৌঁছালে বাংলাদেশ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা সকলের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে স্বাস্থ্যসুরক্ষা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (২ মে) দুপুর থেকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে কোয়ারেন্টাইনের যাওয়া ১৫০ জন যাত্রীর মাঝে ইফতার ও স্বাস্থ্যসুরক্ষা বিতরণ করেন শার্শা উপজেলা ছাত্রলীগ।

পাসপোর্ট যাত্রীদের মাঝে ইফতার বিতরণ সময়ে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন খুরশেদ মিলন, বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আল ইমরানসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।