বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের মৃত্যু বার্ষিকী পালিত

    0
    300

    নড়াইল প্রতিনিধিঃ নানা আয়োজনে নড়াইলে বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এস, এম , সুলতানের ২৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
    বুধবার ১০ অক্টোবর দিনটি পালন উপলক্ষে এস, এম, সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এস এম সুলতান কমপ্লেক্স ও শিশুস্বর্গে কোরআন খানি, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন ও মাজার জিয়ারত, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
    জেলা প্রশাসন, এস, এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এস,এম, সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
    পরে শিশুস্বর্গের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক বেগম আঞ্জুমান আরা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান ,জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, এস, এম সুলতান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, নারীনেত্রী রাবেয়া ইফসুফ,আঞ্জমান আরাসহ অনেকে উপস্থিত ছিলেন।
    এর আগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় শতাধিক শিশু প্রতিযোগী অংশ গ্রহন করে।
    উল্লেখ্য , বিশ্ববরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিরিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।