বিতর্কিত প্রস্তাবের বিরুদ্ধে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ

    0
    296

    আমারসিলেট24ডটকম,২৮জানুয়ারীঃ তিন প্রভাবশালী দেশের ক্রিকেট বোর্ডের বিতর্কিত প্রস্তাবের বিরুদ্ধে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ।এর আগে আরও কয়েকটি দেশের ক্রিকেট বোর্ডও এই প্রস্তাবের বিরুদ্ধে আইসিসিকে চিঠি দিয়েছে বলে জানা যায়।ইএসপিএন ক্রিকইনফো জানান, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের তৈরি করা খসড়া প্রস্তাবটি পিছিয়ে দেয়ার জন্য আইসিসিকে চিঠি লিখেছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) আইসিসিকে এ বিষয়ে চিঠি দিয়ে প্রস্তাবটি নিয়ে আরো আলোচনার প্রয়োজন বলে উল্লেখ করেছেন।

    এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরাফ বলেছেন, তিনটি দেশের প্রস্তাবে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা বিরোধিতা করবে। সভা শুরুর আগে পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে  সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ক্রিকেটে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের একাধিপত্য প্রতিষ্ঠায় প্রভাবশালী দল তিনটির প্রস্তাব পাস হতে দশটি দেশের মধ্যে সাতটি দেশের ভোট প্রয়োজন বলে জানা যায়।