বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন

    0
    363
     বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

    ঢাকা, ০৭ আগস্ট :  ১০ দিনের সৌদি সফর শেষে বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬.১৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেন। এ সময় বিমান বন্দরে তাকে স্বাগতম জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য  এমকে আনোয়ার,  মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্মমহাসচিব এড. রুহুল কবীর রিজভী, বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, এ্যাড. খন্দকার মাহবুব হোসেন।
    এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, যুবদল সভাপতি এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, ছাত্র দলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, মহিলা দলের সভাপতি নূরে-আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল।
    বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা যায়, সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আবদুল আজিজ বিন আবদুর রহমান বিন ফয়সাল বিন তুর্কি বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ সৌদ’র আমন্ত্রণে সৌদি আরব যাচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি ওমরাহ পালনের পাশাপাশি সৌদি বাদশাহর আমন্ত্রণে ও প্রবাসীদের ইফতার পার্টিতে অংশ গ্রহণ করেন। সৌদি আরবে তার সফরসঙ্গী ছিলেন তার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ, সৌদি আরবে বেগম জিয়ার বিশেষ দূত এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত আলোকচ্চিত্রী নূরুদ্দীন আহমেদ নুরু ও একজন গৃহকর্মী।
    সফরকারে সৌদি আরবে খালেদা জিয়া মসজিদুল নববীতে তারাবির নামাজ আদায় শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন। এছাড়া ৫ আগস্ট সোমবার মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফ আদায় করেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া। এর আগে গত ২৭ জুলাই শনিবার সন্ধ্যা ৭.১০ মিনিটে হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।