বাহুবলের কামাইছড়ায় ট্রাকে অগ্নিকাণ্ড, হাইওয়ে পুলিশের তৎপরতায় হতাহত মুক্ত

0
393
বাহুবলের কামাইছড়ায় ট্রাকে অগ্নিকাণ্ড, হাইওয়ে পুলিশের তৎপরতায় হতাহত মুক্ত
বাহুবলের কামাইছড়ায় ট্রাকে অগ্নিকাণ্ড, হাইওয়ে পুলিশের তৎপরতা
ছবিটি ফেইসবুক ভিডিও থেকে সংগৃহীত।

মিনহাজ তানভীরঃ হবিগঞ্জ জেলার বাহবল থানাধীন পাহাড়ি এলাকায় কামাইছড়া রাবার বাগান মধ্যবর্তী ঢাকা-মৌলভীবাজার মহাসড়কে চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও হতে বালু ভর্তি একটি ১০ চাকার ট্রাক (কুষ্টিয়া-ট-১১-৩০৮৪) টাঙগাইল যাওয়ার পথে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন কামাইছড়া রাবার বাগান পৌঁছলে চলন্ত ট্রাকটির কেবিনের নিচের ওয়ারিং এ আগুন লেগে উপরের দিকে উঠে আসে।
এ সময় গাড়ীর চালক জামাল উদদীন(৪৫)ও হেলপার কাজিম উদ্দীন(৩৫)সাথে সাথে গাড়ী থেকে নিরাপদে নেমে আসতে সক্ষম হয়।
এ ব্যাপারে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইব্রাহিম এর সাথে কথা হলে তিনি জানান, “সংবাদ পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পোঁছে শায়েসতাগনজ ফায়ার সার্ভিস ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে খবর দিলে উভয় পক্ষই ঘটনা স্থলে পোঁছে রাত পৌনে ১২ টায় আগুন নিভিয়ে ফেলে।এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, আমরা দুর্ঘটনা কবলিত স্থান থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে নিয়ে এসেছি এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।