বড়লেখা-কুলাউড়া ইউপিতে মোট ১২ আ’লীগ,বিদ্রোহী ২,স্বতন্ত্র ৮ জন বিজয়ী

0
510
বড়লেখা-কুলাউড়া ইউপিতে মোট ১২ আ’লীগ,বিদ্রোহী ২,স্বতন্ত্র ৮ জন বিজয়ী

আলী হোসেন রাজন,মৌলভীবাজারঃ তৃতীয় ধাপে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দশটি ইউনিয়ন পরিষদের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন। বাকি পাঁচটির মধ্যে তিনটিতে বিদ্রোহী প্রার্থী, দুটিতে (একটি বিএনপি) স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

অপরদিকে কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে নৌকার ৭ জন, আ’লীগ বিদ্রোহী ৪ জন, বিএনপি ঘরনার ১ ও স্বতন্ত্র ১ জন প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, উপজেলার বর্ণি ইউপিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী জয়নাল আবেদীন আনারস প্রতীকে ৩৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শামীম আহমদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮৩৮ ভোট।

দাসেরবাজার ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী স্বপন কুমার চক্রবর্তী আনারস প্রতীকে ৩৬৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৩২৭১ ভোট।

নিজবাহাদুরপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ময়নুল হক নৌকা প্রতীকে ৫৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী আলাল উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৫৩৪২ ভোট।

উত্তর শাহবাজপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী রফিক উদ্দিন নৌকা প্রতীকে ৫২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আতাউর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৫১৮২ ভোট।

দক্ষিণ শাহবাজপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নাহিদ আহমদ বাবলু নৌকা প্রতীকে ৫৬৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী আব্দুল কুদ্দুছ স্বপন আনারস প্রতীকে পেয়েছেন ৪৫১০ ভোট।

বড়লেখা সদর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ছালেহ আহমদ জুয়েল নৌকা প্রতীকে ৭৬৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সিরাজ উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৫১৫ ভোট।

তালিমপুর ইউপিতে আওয়ামী বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এখলাছুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৪৮৭১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বিদ্যুৎ কান্তি দাস নৌকা প্রতীকে পেয়েছেন ৩৪৯১ ভোট।

কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে ঘোষিত ফলাফল অনুযায়ী, উপজেলার বরমচাল ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ’লীগ বিদ্রোহী খোরশেদ আলম খান সুইট (চশমা), ভূকশিমইল ইউনিয়ে বিএনপি ঘরনার আজিজুর রহমান মনির (আনারস),ভাটেরা ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী সৈয়দ একেএম নজরুল (আনারস), জয়চন্ডী ইউনিয়নে আব্দুর রব মাহবুব (নৌকা), ব্রাহ্মণবাজার ইউনিয়নে মমদুদ হোসেন (নৌকা), কাদিপুর ইউনিয়নে জাফর আহমেদ গিলমান (নৌকা), কুলাউড়া সদরে মোছাদ্দিক আহমদ নোমান (নৌকা), রাউৎগাও ইউনিয়নে আকবর আলী সোহাগ (নৌকা), টিলাগাঁও ইউনিয়নে আব্দুল মালিক (নৌকা), হাজিপুর ইউনিয়নে ওয়াদুদ বকস (নৌকা), শরিফপুর ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী খলিলুর রহমান খলিল (চশমা), পৃথিমপাশা ইউনিয়নে জিমিউর রহমান (অটো-রিক্সা), কর্মধা ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী মুহিবুল ইসলাম আজাদ (চশমা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

এই দুটি উপজেলার ২৩টি ইউনিয়নে রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহন। গণনা শেষে রাত ১২টায় এসব ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬৭৭৮৬। তাঁর মধ্যে  পুরুষ ভোটারের সংখ্যা ৮৩৯৮৭ ও নারী ভোটারের সংখ্যা ৮৩৭৯৯। আর কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬জন, নারী সদস্য পদে ১৬১ জন, সাধারণ ইউপি সদস্য পদে ৪৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে বিগত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী ৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে এবার ২জন নৌকা নিয়ে প্রতিদন্ধিতা করেন আর নৌকা বি ত এক বর্তমান চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ৩ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নেন, এদিকে বিএনপি এবার নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে ৮ জন বিএনপি নেতা প্রতিদন্ধিতা করেন।