বড়লেখা উপজেলার ২য় বারেও শ্রেষ্ঠ শিক্ষক জাকির হোসেন

0
196

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর বড়লেখা উপজেলার সহকারি শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক মনোনিত হয়েছেন জনাব জাকির হোসেন । তিনি বড়লেখা উপজেলার ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অধিক যোগ্য , দক্ষ ও মেধাবীদের মধ্যে যিনি শিখন শিখানোর কার্যক্রমে অগ্রগতির পাশা পাশি সামাজিক যোগাযোগ , মননশীলতা , সৃজনশীলতা ও ব্যক্তি চরিত্রে শ্রেষ্ঠত্বের অধিকারী তাকে জাতীয় ভাবে এ পদক দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা পদক ২০২২ বড়লেখা উপজেলা নির্বাচক মন্ডলীর কমিটি জাকির হোসেন কে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত করেছেন। জাকির হোসেন বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল গ্রামের মৃত হবিব আলীর কনিষ্ঠ পুত্র । ১৯৯৯ সালে সুজাউল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসাবে শিক্ষক তা পেশায় নিয়োজিত হন । ২০০৬ সালে সিলেট শহরের ঐতিহ্যবাহী সিলেট সিটি স্কুল এন্ড কলেজ এ যোগদান করে সহকারি শিক্ষক, সিনিয়র শিক্ষক, ভাইস প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন ।তিনি ঐ শিক্ষাপ্রতিষ্ঠানে হতে ২০০৮ ও ২০০৯ সালে শ্রেষ্ঠশিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছিলেন ।

২০১৯ সালে বড়লেখা উপজেলার মুড়াউল সহকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসাবে বিদ্যালয় পর্যায় , ইউনিয়ন পর্যায় ও উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন ।
তিনি করোনা পরিস্হিতি কালে শিক্ষার্থীদের অনলাইন জুম মিটিং, গুগল মিট এর মাধ্যমে পাঠদান দিয়েছেন এবং বড়লেখা উপজেলা অনলাইন পাঠদান গ্রুপ পরিচালনায় সক্রীয় ভাবে সম্পৃক্ত ছিলেন । তিনি করোনাকালীন সরকারি ১০ টাকা কেজি ধরে ৩০ কেজি চাল বিতরণের ট্রাগ অফিসার ( তদারকী অফিসার ) এর দায়িত্ব অদ্যাবধি যথাযথ ভাবে পালন করেছেন । সরকারি ভাবে অসহায়দের ঘর নির্মাণের তালিকা প্রনয়নে , ভিক্ষুকদের তালিকা প্রনয়নে, সরকারি ভাবে ১০ টাকা কেজি ধরে চাল বিতরণের তালিকা প্রণয়নে ইউনিয়ন পর্যায় , সরকারী নির্দেশনে ভোট গ্রহণ , ভোটার তালিকা হালনাগাদ সহ সরকারি নির্দেশনা পালনে সর্বোক্ষণ সক্রিয় ভূমিকা পালন করছেন ।

তিনি শিক্ষকতার পাশা পাশি মানবিক ও সামাজিক উন্নয়ন মূলক কাজ কর্মের সাথে নিভীর ভাবে জড়িত রয়েছেন ।
জনাব জাকির হোসেন বড়লেখা উপজেলার প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ট্রেইনার ও (আনন্দে গণিত শিখি ) গণিত অলিম্পিয়াড এর বড়লেখা উপজেলার গণিত বিষয়ের মাস্টার ট্রেইনার । তিনি বাংলাদেশ স্কাউট বড়লেখা উপজেলার মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডার হিসাবে কাজ করছেন ।