বড়লেখায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে দুস্থ নারীদের সেলাই মেশিন ও আর্থিক অনুদান

0
282
বড়লেখায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে দুস্থ নারীদের সেলাই মেশিন ও আর্থিক অনুদান
বড়লেখায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে দুস্থ নারীদের সেলাই মেশিন ও আর্থিক অনুদান

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রশিক্ষিত দুস্থ নারীদের সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার (০৮ আগষ্ট)এ উপলক্ষে  জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্টানে  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও তপন চৌধুরীর সঞ্চালনায়  বক্তব্য রাখেন  উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশ শেখর দে, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, যুবউন্নয়ন কর্মকর্তা মিছবাউর রহমান, মহিলা বিষয়ক অফিসের স্টাফ মৃগেন বাদুড়ী, প্রশিক্ষক জবা আক্তার, প্রশিক্ষিত যুবতি লিলি বেগম, পলি বেগম প্রমুখ।