বড়লেখায় খাসজমিতে মাটি কাটার অপরাধে এক্সেভেটর চালককে ১ লক্ষ টাকা জরিমানা

0
601
বড়লেখায় খাসজমিতে মাটি কাটার অপরাধে এক্সেভেটর চালককে ১ লক্ষ টাকা জরিমানা
বড়লেখায় খাসজমিতে মাটি কাটার অপরাধে এক্সেভেটর চালককে ১ লক্ষ টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় সরকারি খাসজমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগে এক্সেভেটর চালক মোহম্মদ রুহুল আমিন মনাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ মার্চ ২০২২) দুপুরে পৌরসভার পানিধার এলাকায় এই অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌরসভার পানিধার এলাকায় এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে সরকারি খাসজমির মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছিল-এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা সহকারি কমিশার (ভূমি) জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি মাটি কেটে নেওয়ার প্রামণ পান। পরে ঘটনাস্থল থেকে একটি এক্সকাভেটর জব্দ করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক্সকাভেটর চালক মোহম্মদ রুহুল আমিন মনাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা অবৈধভাবে পাহাড়-টিলা-সরকারি জমির মাটি কেটে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।