ফেব্রুয়ারীতে কিছু উপজেলায় নির্বাচন করবে নির্বাচন কমিশন

    0
    228

    আমারসিলেট24ডটকম,১জানুয়ারীঃ আগামী ফেব্রুয়ারীতে দেশের কিছু উপজেলায় নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।আজ শনিবার বিকেলে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা চললেও আইনি বাধ্যবাধকতার কারণে তা করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ।

    কাজী রকিব উদ্দীন বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝিতে কতোগুলো উপজেলার সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। এগুলো করতে আইনি বাধ্যবাধ্যকতা আছে।সিইসি কাজী রকিব  আরো বলেন, আমরা দেখে শুনে সিদ্ধান্ত নেব, যাতে শিক্ষার্থীদের কম সমস্যা হয় এবং আমাদেরও আইন ভাঙতে যেনো না হয়।

    উল্লেখ্য,দেশে বর্তমানে ৪৮৭টি উপজেলা পরিষদ রয়েছে। এর মধ্যে শতাধিক উপজেলা পরিষদের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে।