প্রাথমিক ও ইবতেদায়ির ফলঃপাসের হার ৯৫.১৮,৯২.৯৪

    0
    218

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০ডিসেম্বর,ডেস্ক নিউজঃ  প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করা হয়েছে। শিক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠান থেকে ‍দুপুর ২টার পর ফলাফল জানতে পারবে।

    এ বছর প্রাথমিকে পাসের হার ৯৫.১৮ শতাংশ এবং ইবতেদায়ি সমাপনীতে পাসের হার ৯২.৯৪ শতাংশ।

    সরা দেশের প্রাথমিকে মোট ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। অন্যদিকে এবতেদায়িতে জিপিএ-৫ পেয়েছে ৫ লাখ ৫ হাজার ২৩ জন শিক্ষার্থী।

    এবার ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

    এর আগে আজ (শনিবার/৩০ ডিসেম্বর) সকাল ১১টায় গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

    গত ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।