প্রযুক্তি বাজারে প্রতিনিয়ত চমক সৃষ্টি করছে স্যামসাং

    0
    240

    আমারসিলেটটোয়েন্টিফোর,০৯ সেপ্টেম্বর  :  নতুন পণ্য ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করছে অনেক বেশি। সম্প্রতি তারা বাজারে এনেছে নতুন স্মার্ট ক্যামেরা। এটির নাম ‘এসফোর জুম’।এই ক্যামেরায় থাকছে এসএলআর ক্যামেরার মতো ছবি তোলার সুবিধা। ফলে অনেকেই পেশাদার চিত্র গ্রাহকদের মতো ছবি তুলতে সক্ষম হবে। আরো থাকছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন, ১.৫ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর, ১.৫ গিগাবাইট র‍্যাম, ৪.০ ব্লুটুথ, ওয়াই ফাই, এ জিপিএস, গ্লোনাস, ৮ গিগাবাইট বিল্ট ইন মেমোরি এবং দীর্ঘস্থায়ী ২,৩৩০ অ্যাম্পিয়ার ব্যাটারি।

    এর ক্যামেরায় রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা (সামনে ১.৯ মেগাপিক্সেল), ১০ এক্স অপটিকাল জুম, সিমস সেন্সর, অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজার। এতে ম্যানুয়ালি ছবি তোলাও সম্ভব।অপারেটিং সিস্টেম থাকায় এ মোবাইলের মাধ্যমে ছবি সরাসরি শেয়ার করা সম্ভব। এর পাশাপাশি অনলাইনে ছবি এডিট করা এবং বিভিন্ন ওয়েব সাইটে পোস্ট করা অনেক সহজ হবে। একে মোবাইলে ফোনের মতো করে ব্যবহার করাও যাবে।নতুন এই ক্যামেরার দাম ধরা হয়েছে ৪৭ হাজার ৫শ’ টাকা।