পূর্ব লন্ডনে আঞ্জুমানের উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল

    0
    211

    আমারসিলেট24ডটকম,০ডিসেম্বরঃ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সেবামূলক সংস্থা শাহজালাল আঞ্জুমানে খোদদামুল মোসলেমিন ইউকে’র উদ্যোগে গত ২৫ নভেম্বর সোমবার বাদে মাগরিব পবিত্র আশুরা এবং ঈমাম হোসাইন (রাঃ)’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোহাদায়ে কারবালা মাহফিল পূর্ব লন্ডনের এক হলে অনুষ্টিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মুজাহিদে আহলে সুন্নাত শামসুল হক কাদেরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল হযরত মাওলানা সোলাইমান খান রাব্বানী। বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ সাইফুল ইসলাম বাবর, সাবেক ছাত্রনেতা রিদওয়ানুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ দস্তগীর আলম, ইসলামী ছাত্রসেনা ঢাকা নগরীর সাবেক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম শাহেদ, ছাত্রনেতা মোহাম্মদ সুলতান আহমেদ, আবু নছর, সৈয়দ সাইফুল ইসলাম, মোহাম্মদ রেজাউল মোস্তফা, মোহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ। মাহফিলে প্রধান অতিথি মাওলানা সোলাইমান খান রাব্বানী বলেন, পৃথিবীর ইতিহাসে কারবালার ঘটনা বিরল। ঈমাম হোসাইনের (রাঃ) শাহাদাত কেবল ইসলামকে পুনর্জীবন দেয়নি, বরং মুসলমানদের সত্য ও ন্যায়ের পথে থাকার শিক্ষা দিয়েছে। আরও বলেন, কারবালার ঘটনার মাধ্যমে মানুষকে অন্যায়ের প্রতিবাদী হবার সাহস যুগিয়েছে। জীবন উৎসর্গ করে ঈমাম হোসাইন (রাঃ) ন্যায় বিচার নিশ্চিত করেছেন। বক্তব্য শেষে মিলাদ (দঃ)ও কিয়াম শেষে বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।