পাবনায় বড়াল নদী রক্ষার দাবীতে মানববন্ধন

    0
    511

    ঐতিহ্যবাহী বড়াল নদীর নব্যতা ফিরিয়ে এনে এ নদী রক্ষার দাবীতে বৃহস্পতিবার পাবনার তিনটি উপজেলার ১২০ কিলোমিটার অংশে এক বিশাল মানব বন্ধন রচনা করা হয়।

    বেলা ১১ টার দিকে জেলার চলনবিলাঞ্চল হিসাবে খ্যাত চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর উপজেলাব্যাপী দীর্ঘ এ মানব বন্ধনে স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

    মানবন্ধনের আয়োজকরা জানান, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ও রাজশাহী জেলার ৮ টি উপজেলার চলনবিলের উপর দিয়ে বড়াল নদী প্রবাহিত হয়েছে।

    এ নদীটির বিভিন্ন স্থানে অপরিকল্পিত ভাবে ক্রস বাধ, স্লুইস গেট ও ব্রীজ নির্মাণ এবং অবৈধ দখলদারদের দখলের চাপে এখন মৃত নদীতে পরিণত হয়েছে।

    চলনবিলের সেচ সুবিধার জন্য ৩৩ টি সংযোগ খাল খনন করা হলেও যার মধ্যে ১৩ টি এখন স¤পূর্ণ মৃত। অবশিষ্ট খালগুলিও ভরাট হয়ে গেছে। এ অবস্থায় কুষি নির্ভর এ অঞ্চলের ২০ লাখ মানুষের জীবন জীবিকা হুমকির সম্মুখিন হয়ে পড়েছে।