পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা নিয়ে নিজেরাই উদ্বিগ্ন : রাশেদ খান মেনন

    0
    425

    ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে হেফাজতে ইসলামের সমঝোতা ও আলোচনার ইঙ্গিত দিয়েছেন মহাজোট সরকারের দুই সাংসদ তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেনন । বুধবার শেরেবাংলা নগরে এনইসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট আলোচনায় তারা এ ইঙ্গিত দেন।
    ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘একদিকে যুদ্ধাপরাধীদের বিচার করছেন, আবার হেফাজতে ইসলামের সঙ্গে ব্লাশফেমি আইন নিয়ে কথা বলছেন। আমরা একবার এদিক যাচ্ছি, আবার ওদিক যাচ্ছি। আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি। এতে আমও যাবে, ছালাও যাবে।’
    রাশেদ খান মেনন আরও বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম সাহস নিয়ে কিছু একটা করেছে। আমরা তাদেরও আক্রমণ করেছি।’ তিনি বলেন, এই বছরটা বেশ গুরুত্বপূর্ণ। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা নিয়ে নিজেরাই উদ্বিগ্ন। তিনি বলেন, ‘মনে হচ্ছে আমরা দিশাহীন চলছি।’
    রাশেদ খান মেননের সঙ্গে সহমত প্রকাশ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘দুই দিকে পা দিলে কোনটাই হয় না। একটা লক্ষ্য ঠিক করে আমাদের অগ্রসর হতে হবে।’
    তোফায়েল আহমেদ আরও বলেন, দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। চলন্ত গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। রেললাইন উপড়ে ফেলা হচ্ছে। এ ধরনের নাশকতায় সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

    পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা নিয়ে নিজেরাই উদ্বিগ্ন : রাশেদ খান মেনন
    পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা নিয়ে নিজেরাই উদ্বিগ্ন : রাশেদ খান মেনন