নড়াইলে সিত্রাংয়ের প্রভাবে ঝড়ে ডাল ভেঙ্গে মহিলার মৃত্যুঃকৃষিতে ব্যাপক ক্ষতি

0
216

“বটগাছ উপড়ে পড়ে ঢাকা-মাওয়া-নড়াইল-বেনাপোল সড়কে ১৮ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর শুরু, শতশত যানবাহন আটকা পড়ে”

সুজয় বকসী,জেলা প্রতিনিধি নড়াইল: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে নড়াইলের লোহাগড়ায় মর্জিনা বেগম নামে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে।
সোমবার ২৪ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পল্লী সঞ্চয় ব্যাংকের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
মর্জিনা বেগম বাগেরহাট সদর উপজেলার অর্জুন বাহার গ্রামের মৃত আকুব আলী শেখের মেয়ে। লোহাগড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

এদিকে ঝড়ো হাওয়ায় নড়াইল সদরের নাকসী মাদরাসা এলাকায় বটগাছ পড়ে ঢাকা-মাওয়া-বেনাপোল মহাসড়কে ১৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। জেলা প্রশাসেনর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, স্থানীয় আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস,এম, পলাশ, ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা- কর্মচারিদেরসহ চেষ্টায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। এসময় সড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে।
ঘুর্নিঝড়ের প্রভাবে বৃষ্টিতে নড়াইল জেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জেলা কৃষি বিভাগ জানিয়েছে।

+