নড়াইলে সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা শহীদ এখলাছ উদ্দীন আহম্মদ’র শাহাদাত বার্ষিকী

0
765
নড়াইলে সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা শহীদ এখলাছ উদ্দীন আহম্মদ'র শাহাদাত বার্ষিকী
নড়াইলে সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা শহীদ এখলাছ উদ্দীন আহম্মদ'র শাহাদাত বার্ষিকী
সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা শহীদ এখলাছ উদ্দীন আহম্মদ’র শাহাদাত বার্ষিকী

সুজয় বকসী,নড়াইল-প্রতিনিধিঃ নড়াইলের কৃতি সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নড়াইল-১ ( কালিয়া-নড়াইল ) আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা শহীদ এখলাছ উদ্দীন আহম্মেদের ৩৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার কালিয়ায় এ উপলক্ষে শহীদ নেতার বেন্দা গ্রামের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, কালিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণসভা ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণসহ নানা অনুষ্ঠান আয়োজন করা হয়।
কালিয়া উপজেলা যুবলীগের সভাপতি মো.রবিউল ইসলামের সভাপতিত্ব স্মরণ সভায় এখলাছ উদ্দিনসহ মেঝ ছেলে ডাঃ এনামুল হক, আওয়ামীলীগ নেতা একরামুল হক টুকু,কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমুর রহমান ওছি,কালিয়া পৌর সভার সাবেক মেয়র এমদাদুল হক, কালিয়া পৌর সভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন,নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাঐসোনা ইউপি চেয়ারম্যান মো.ফোরকান মোল্যা, যুবলীগ নেতা আশীষ ভট্টাচার্য,আবু সুফিয়ান বাহার কালিয়া উপজেলা ও নড়াগাতি থানা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৮৫ সালের ১১ জুন বিএনপি সন্ত্রাসীরা এখলাছ উদ্দিনসহ তার বড় ছেলে এহসানুল হক টুনুকে কালিয়া উপজেলার বারইপাড়া নবগঙ্গা নদীর তীরে কুপিয়ে হত্যা করে। তিনি নড়াইল-১ আসনের তিনবার নির্বাচিত বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বিশ^াসের পিতা।