নড়াইলে মির্জাপুর কলেজে হেনস্থার শিকার অধ্যক্ষকে মালা দিয়ে বরণ

0
262
নড়াইলে মির্জাপুর কলেজে হেনস্থার শিকার অধ্যক্ষকে মালা দিয়ে বরণ
নড়াইলে মির্জাপুর কলেজে হেনস্থার শিকার অধ্যক্ষকে মালা দিয়ে বরণ

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধিঃ অবশেষে নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ^াস কলেজে এলেন। আজ বুধবার সকালে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ^াস কলেজে এলে কলেজের শিক্ষক , শিক্ষাথী ও জিবির পক্ষ থেকে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, জাতীয় বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুস সালাম হাওলাদার, রেজিষ্টার মোল্যা মাহফুজ, পরিচালক আইন সিদ্দিকুর রহমান, পরিচালক কলেজ মনিটরিং এন্ড ইভুলেশন রফিকুল আকবর, জেলা আওয়ামীরীগেরসভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, কলেজের সভাপতি অ্যাড: অচীন কুমার চক্রবর্তী , সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, বিছালী ইউনিয়নের চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক, জিবি সদস্য,জেলা প্রশাসনের প্রতিনিধি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।।
উল্লেখ্য মির্জাপুর কলেজের এক ছাত্র ফেসবুকে ভারতের বিজেপির বহিস্কৃত নেত্রী মহানবী (সাঃ)কে কটুক্তিকারী নূপুর শর্মাকে প্রনাম জানিয়ে মির্জাপুর কলেজের এক ছাত্রের পোস্ট দেয়ার ঘটনায় কলেজ ক্যাম্পাসে ১৮জুন এক সহিংস ঘটনার পর কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসসহ কলেজ ছাত্র রাহুলকে পুলিশের সামনে জুতার মালা পরিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হয়। এর পর কলেজ বন্ধ করে দেয়া হয়। এঘটনায় ঐ ছাত্রের বিরুদ্ধে ডিজিটার নিরাপত্তা আইনে মামলঅ দায়ের করা হয় এবং অধ্যক্ষকে জুতার মালা পরানোর ঘটনায় মির্জাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুরসালিন বাদী হয়ে অজ্ঞাত ১৭০/১৮০ জনের নামে মামলা দায়ের করে।

এ মামলায় এ পর্যন্ত ৯ জন গ্রেফতার আছে। এরা সবাই এখন কারাগারে। এর মধ্যে মির্জাপুর কলেজেরই ছাত্রই রয়েছেন ৪জন। এসব ছাত্ররা হলো মির্জাপুর গ্রামের মেজবাউর রহমানের পূত্র সাব্বির রহমান, আফজাল শেখের পূত্র রিপন শেখ রিপু, রহমান শেখের পূত্র রায়হান শেখ ও চুনখোলা গ্রামের আফসারুল কাজীর পূত্র জহিরুল কাজী। এদিকে অভিযুক্ত ফেইচবুকে পোস্টকারী কলেজ ছাত্র রাহুল এখন কারাগারে রয়েছে।

এরপর দীর্ঘ ৩৬দিন কলেজ বন্ধ থাকার পর গত ২৪ জুলাই কলেজ খুললেও অধ্যক্ষ কলেজে যাননি। এমনকি অধ্যক্ষ পাশর্^বর্তী গ্রাম বড়কুলার নিজ বাড়িতেও ফেরেননি। তিনি নড়াইল শহর অথবা শহরতলিতে কোনো আতœীয় স্বজনের বাড়িতে ছিলেন। দীর্ঘদিন পর আজ বুধবার ৩ আগস্ট ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কলেজে ফিরলেন।