নড়াইলে মানব পাচার প্রতিরোধ,নিরাপদ অভিবাসন কর্মশালা

    0
    151

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১ডিসেম্বর,নড়াইল প্রতিনিধিঃ  নড়াইলে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাইটস্ ,যশোর এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ কামরুল আরিফের সভাতিত্বে সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, জেলা সমাজ সেবার উপ-পরিচালক রতন কুমার হালদার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আলমগীর সিদ্দিকী, রাইটস, যশোরের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার মোঃ ফিরোজ আলী, জেলা স্বমন্বয়ক তপন কুমার বিশ^াস, মোঃ রুহুল কুদ্দস, মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করণ জেলা , উপজেলা, ও ইউনিয়ন পর্যায়ের কমিটির প্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

    কর্মশালায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করনে কিকি করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং জনসচেনতা বৃদ্ধির জন্য সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয় এভং জানানো হয় রাইটস্ ,যশোর , যশোর ও নড়াইল জেলার ৮ টি ইউনিয়নের মানব পাচার নিয়ে কাজ করছে এবং এ পর্যন্ত পাচার হওয়া ১ হাজার ১৭ জন মহিলাকে দেশে ফিরিয়ে নিয়ে এসেছে।