নড়াইলে “বিশ্ব ডিম দিবস-২০২২” পালিত

0
235

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধি: “প্রতিদিন একটি ডিম, পুস্টিময় সারাদিন” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে “বিশ্ব ডিম দিবস-২০২২” পালিত হয়েছে।

আজ শুক্রবার ১৪ অক্টোবর জেলা প্রানী সম্পদ অফিস নড়াইল এর আয়োজনে প্রানী সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্টাল কাউন্সিল, ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ শাখা,ইউ,এস সোই এর সহযোগীতায় র‌্যালী ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।

এ উপলক্ষে জেলা প্রানী সম্পদ কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রানী সম্পদ কার্যালয় এর হলরুমে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান।


জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু,সরকারি কর্মকর্তা, সাংবাদিক, খামারী ও সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।