নড়াইলে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত

    0
    247

    নড়াইল প্রতিনিধি:  নড়াইল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত ৬৫৫ জন।

     আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন জানান, জেলার সদর উপজেলায়  ২৬ জন ,লোহাগড়া উপজেলায় জন কালিয়ায় জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, আক্রান্ত সবাই নিজ নিজ বাড়ী আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

    জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় পর্যন্ত ৬শত ৫৫ জন করোনায় আক্রান্তের  মধ্যে সদরে ২৯৪ জন, লোহাগড়ায় ২৯৮ জন  কালিয়ায় ৬৩ জন।এর মধ্যে সুস্থ হয়েছে ৩৫৪ জন এবং ১১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ২৯০ জন করোনা পজেটিভ আছে। 

    দিনের নমুনা সংগ্রহ  ৮১ ।এ পর্যন্ত মোট ৩০৬২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, ২৯১২ টি রির্পোট পাওয়া গেছে,বাতিল হয়েছে ১৮২ টি। ১৫০ টি নমুনা পেন্ডিং রয়েছে।

    পযর্ন্ত জেলায় ১৮২৯ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, ছাড়পত্র পেয়েছে ১৮২৯ জন। আইসুলেশনে রোগীর সংখ্যা ৩৩৯ জন।হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২২ জন।