নড়াইলে ধান কাটার জন্য ৫০% ভর্তুকিতে কৃষকের মাঝে মেশিন হস্তান্তর

0
711

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে কৃষকদের ধান কাটার জন্য সরকারিভাবে ভর্তুকিতে ২টি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন কৃষকের মাঝে হস্তান্তর করা হয়েছে আজ রোববার সদর উপজেলা পরিষদ চত্বরে ।সদর উপজেলা কৃষি অফিস,নড়াইলের আয়োজনে সরকারিভাবে ৫০% ভর্তুকিতে সদর উপজেলার ২ জন কৃষককের মাঝে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল বিশ্বাস, মেশিন প্রাপ্ত তিতাস বিশ্বাস ও মোঃ মিজুনুর রহমান, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগন, সাংবাদিকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের মোঃ মিজানুর রহমানকে ৩১লক্ষ টাকা দামের ও কলোড়া ইউনিয়নের শিমুলিয়ার তিতাস বিশ্বাসকে ৩০ লক্ষ ৫০ হাজার টাকা দামের ২টি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন সরকারি ভাবে ৫০% ভর্তুকি দেয়া হয়েছে।
এ হার্ভেস্টার মেশিন প্রতি ঘন্টায় ১একর জমির ধান কাটা, মাড়াই, পরিস্কার এবং এক সাথে ১৪ মন ধান বস্তা বন্দি এবং রিপার মেশিন ৫০ শতাংশ জমির ধান কাটতে পারবে।