নড়াইলে ‘কৃষক অ্যাপ’র মাধ্যমে আমন সংগ্রহ অভিযান

0
591
নড়াইলে 'কৃষক অ্যাপ'র মাধ্যমে আমন সংগ্রহ অভিযান

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে সরকারের আপদ কালীন মজুত ও কৃষকের ন্যায্য মূল্য পাবার লক্ষ্যে “কৃষক অ্যাপ ” এর মাধ্যমে আভ্যন্তরীন আমন সংগ্রহ অভিযান ২০২১-২২ এর লটারি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২৩ নভেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সদর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ, নড়াইল এর আয়োজনে এ লটারি অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার ২৪১৯ জন কৃষকের আবেদনের মধ্যে লটারির মাধ্যমে ৩৮৩ জন কৃষককে নির্বাচিত করা হয়। ২৭ টাকা কেজি দরে প্রত্যেক কৃষক ৩ টন করে ধান সরকারের কাছে বিক্রী করতে পারবে।
লটারির উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।
জেলা খাদ্য কর্মকর্তা শেখ মনিরুল হাসানের সভাপতিত্বে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান বিশ্বাস, সংসদ সদস্যের প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম, সদর খাদ্য গুদামের কর্মকর্তা তরুন বালা, মিল মালিক সমিতির প্রতিনিধি আব্দুল মান্নান, সরকারি কর্মকর্তা,সাংবাদিকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।