নড়াইলের সাতটি ইউনিয়নে ৩১২জন প্রার্থীর মনোনয়ন জমা

    0
    210

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭মার্চ,স্টাফ রিপোর্টার,নড়াইলঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নড়াইল সদর উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ৩১২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩০জন, সংরক্ষিত সদস্য পদে ৬৬ জন ও সাধারণ সদস্য পদে ২১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষদিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

    রবিবার দুপুরে জেলা আ’লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডঃ অচিন চক্রবর্তী’র নেতৃত্বে দলীয় মনোনীত সাতজন প্রার্থী চন্ডিবরপুর ইউনিয়নের মো: আজিজুর রহমান ভূইয়া, আউড়িয়ায় মো: পলাশ মোল্যা, শাহাবাদ ইউনিয়নে খশরুল আলম পলাশ, মুলিয়া ইউনিয়নে রবীন্দ্রনাথ অধিকারী, মাইজপাড়া ইউনিয়নে মোঃ জিল্লুর রহমান, হবখালী’ ইউনিয়নে মোঃ রিয়াজুল ইসলাম চঞ্চল ও তুলারামপুর ইউনিয়নে মোঃ বুলবুল আহমেদকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট রিটার্রিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।

    এছাড়া বিএনপি’র প্রার্থী হিসেবে চন্ডিবরপুর ইউনিয়নে স.ম. জহুরুল কামাল, আউড়িয়া ইউনিয়নে মোঃ মশিয়ার রহমান, শাহাবাদ ইউনিয়নে নজরুল ইসলাম, মাইজপাড়া ইউনিয়নে এস,এম মাহবুব মোর্শেদ জাপল, হবখালী ইউনিয়নে মোঃ রিয়াজুল ইসলাম টিংকু ও তুলারামপুর ইউনিয়নে আনিচুর রহমান মনোনয়ন জমা দিয়েছেন । তবে বিএনপির প্রার্থীর আগেভাগেই অনেকটা নিরবে মনোনয়নপত্র জমা দেন।

    ওয়ার্কার্স পার্টির প্রার্থীদের মধ্যে হবখালী ইউনিয়নে এসএম আব্দুস সাত্তার, মুলিয়ায় সুবোধ বিশ্বাস মনোনয়নত্র জমা দিয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন থেকে চন্ডিবরপুর ইউনিয়নে মোঃ মিজানুর রহমান মৃধা মনোনয়ন জমা দিয়েছেন।

    এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আউড়িয়ায় মো: মাসুদ সিকদার, মো: মোশারেফ ভুঁইয়া, জাহিদ হাসান, মো: মাহাবুবুর রহমান, শাহাবাদে দেলোয়ার হোসেন পান্না, বর্তমান চেয়ারম্যান মো: এমাদুল হক নান্নু, , জিয়াউর রহমান, মুলিয়ায় পল্লব মজুমদার, মাইজপাড়ায় শহিদুর রহমান, ফেরদৌস হোসেন, আসাদুজ্জামান বিশ্বাস, হবখালী’র বাদশা মিয়া, এম জাহিদুর রহমান মিলন ও তুলারামপুরে বর্তমান চেয়ারম্যান টিপু সুলতান।

    সদর উপজেলা নির্বাচন অফিসার এটিএম শামীম মাহমুদ জানান, নড়াইল সদর উপজেলার সাতটি ইউনিয়নে তৃতীয় ধাপের নির্বাচনের মধ্যদিয়ে এই জেলায় নির্বাচন শুরু হচ্ছে। সদর উপজেলার মাইজপাাড়া, শাহাবাদ, হবখালী, তুলারামপুর, মুলিয়া, চন্ডিবরপুর ও আউড়িয়া এই ৭টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল। যাচাই-বাছাই ২৯ ও ৩০ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার ৬ এপ্রিল।