নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক নির্বাচন ৮ পদে লড়ছেন ২০ প্রার্থী

0
106

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্ততিনিধি: নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ইং কে সামনে রেখে উৎসব মূখোড় পরিবেশের সৃষ্টি হয়েছে। আগামী ১০ জুন নির্বাচন। এতে সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারীসহ বিভিন্ন পদে ২০ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। ইতিপুর্বে গঠিত নির্বাচন কমিশন মনোনয়নপত্র ফরম বিতরণ, গ্রহন, যাচাই-বাচাই ও প্রতীক বরাদ্ধের কাজ সম্পন্ন করেছেন। গতকাল শনিবার (২৭ মে) সন্ধ্যায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে প্রতিন্দ্বন্দ্বি প্রার্থীদের প্রতীক বরাদ্ধ সম্পন্ন হয়েছে। সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন তার মধ্যে আক্তার উদ্দিন (সিএনজি), ফয়েজ আহমদ (ছাতা), রফি উদ্দিন (চেয়ার), সোহেল মিয়া (আনারস), সহ-সভাপতি আল আমীন (দেয়াল ঘড়ি), জুনাব আলী (হেলিকপ্টার), সাধারণ সম্পাদক পদে আলী আহমদ বেলাল (রিক্সা), আফজল মিয়া (ফুটবল), জমসেদ আলী (ঘোড়া), কোষাধ্যক্ষ পদে আল আমীন (হরিণ), অজুদ মিয়া (মোরগ), সাংগঠনিক পদে মোশারফ আলী (জগ), মোহন মিয়া (মাইক), কপিল মিয়া (ঘুড়ি), সদস্য পদে মোজাম্মেল মিয়া (মাছ), কমর আলী (আম), তারেকুল ইসলাম ( টিইবওয়েল), রিপন মিয়া (উটপাখি), রাজ্জাক মিয়া (সিলিংফ্যান), সাবের মিয়া (মই) প্রতীক পেয়েছেন। এ সময় একক প্রার্থী থাকায় যুগ্ম সম্পাদক হিসেবে সাদিকুর রহমান, প্রচার সম্পাদক হিসেবে আকবর আলী এবং দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আব্দুল্লাহ মিয়া প্রাথমিকভাবে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার তৌহিদল ইসলাম চৌধুরী। অপর দিকে সাংগঠনিক সম্পাদক পদে ৩ জনের মধ্যে ৩ জনই তাদের প্রার্থীতা দাখিল করেছেন। কিন্তু পদ মর্যাদার সিরিয়েলের জন্য তারা নির্বাচনী মাঠে থাকবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম নির্বাচন কমিশনার এটিএম সালাম, সদস্য সচিব ইকবাল আহমদ বেলাল, আহ্বায়ক আওলাদ মিয়া, শ্রমিক নেতা বিলু মিয়া, আশিকুর রহমান প্রমূখ। আগামী ১০ জুন নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।