নবীগঞ্জে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৩ জনের মনোনয়ন দাখিল

0
562
নবীগঞ্জে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৩ জনের মনোনয়ন দাখিল


নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ ২০২১ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে (ইউপি) চেয়ারম্যান পদে ৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার (২ নভেম্বর ২০২১) বিকেল ৫ টা পর্যন্ত এসব প্রার্থীরা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এদিকে বেশিরভাগ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। অথচ নির্বাচন আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল-সমাবেশ ও মহড়া করতে পারবেন না।

জানা গেছে, ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও রয়েছেন বিদ্রোহী (আওয়ামী) ও স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট তিন বিদ্রোহী প্রার্থীও আছেন। সাধারণ সদস্য পদে ৪৮৪ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭৮ জন মনোনয়ন পত্র জমা করেছেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবশ্রী দাস পার্লি বলেন, “প্রার্থীরা শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।“

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।