নবীগঞ্জে নদীর পানি বিপদসীমার উপরে,আতঙ্কে এলাকাবাসি

    0
    241

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ দুই দিনের ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পানি ও পাহাড়ি ঢলের কারণে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নবীগঞ্জের কুশিয়ারা নদীর পানি। এমতাবস্থায় নদী তীরবর্তী মানুষদের মধ্যে দেখা দিয়েছে আতংক। যে কোন সময় নিম্না ল তলিয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে। তবে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছে পানি উন্নয়ন বোর্ড। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহীদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত থেকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানি কুশিয়ারা নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, কুশিয়ারা নদীর ঝুকিপুর্ণ পারকুল এলাকায় রাস্তার উপরে পানি উঠতে থাকায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালির বস্তা ফেলে তাৎক্ষনিক সংস্কার করা হয়েছে। তিনি বলেন খোয়াই নদীর পানিতে কোন ধরনের ঝুকি নেই।
    স্থানীয়রা জানিয়েছেন, নবীগঞ্জের কুশিয়ারা নদীর তীরবর্তী অনেক বাঁধ ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বালুর বস্তা ফেলে বাঁধ আটকানোর চেষ্টা করছেন। তবে নবীগঞ্জ উপজেলার দিগলবাক, পার্কুল, আলীপুর, করিমপুর, ইনাতগঞ্জ, কসবা, নতুন কসবা, কাতিয়া, ফেসি, আটগর, মাধবপুর, কারনিছড়, জলালপুর, সৈয়দপুর, ফাইলগাঁও, পুরান আলাকন্দিসহ বেশ কিছু গ্রাম প্লাবিত হওয়ার আশংকায় রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।