নড়াইলে শ্রী শ্রী রাধাঁ-গোবিন্দ বিগ্রহ ও শিব লিঙ্গ প্রতিষ্ঠার আয়োজন

0
341
নড়াইলে শ্রী শ্রী রাধাঁ-গোবিন্দ বিগ্রহ ও শিব লিঙ্গ প্রতিষ্ঠার আয়োজন
নড়াইলে শ্রী শ্রী রাধাঁ-গোবিন্দ বিগ্রহ ও শিব লিঙ্গ প্রতিষ্ঠার আয়োজন

সুজয় বকসী, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে হিন্দু ধর্মাবলম্বিদের এতিহবাহ্যী শ্রী শ্রী সার্বজনীন বাধাঁঘাট কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী রাধাঁ-গোবিন্দ বিগ্রহ ও শিব লিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে।

এ উপলক্ষে মন্দির চত্বরে বৃহস্পতিবার  (২ জুন) ও শুক্রবার (৩ জুন) ২দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দিনব্যাপী এ উপলক্ষ্যে পুজাঁআর্চ্চনা,মতুঁয়া সম্মেলন ও প্রসাদ বিতরন অনুষ্ঠিত হয়।

পরে রাতে প্রখ্যাত বাউল শিল্পী রথীন্দ্র নাথ মিত্র ভাগবতীয় আলোকে বাউল গান পরিবেশন করে। আজ শুক্রবার পূজাঁআর্”চনাসহ সন্ধ্যায় প্রখ্যাত কীর্তন শিল্পী মমতাবালার পরিবেশনায় গৌর কীর্তন পরিবেশনা ও প্রসাদ বিতরন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসনক মোহাম্মদ হাবিবুর রহমান,  পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পৌর মেয়র আঞ্জুমান আরা,  সদর থানার ভারপ্রাপত কর্মকর্তা শওকত কবির,পৌর কাউন্সিলর শরফল আলম লিটু, সংসদ সদস্য মাশরাফির পিতা সমাজসেবক গোলাম মোর্তুজা স্বপন,ভারত  থেকে আগত সমাজ সেবক জয়দেব দাস, শ্রী শ্রী সার্বজনীন বাধাঁঘাট কেন্দ্রী দূর্গা মন্দির কমিটির সভাপতি শিশির বৈরাগীর, সাধারন সম্পাদক নিলাংশু শেখর নিপু, কার্যকরী সভাপতি অসীম কাপুড়িয়াসহ হিন্দুধর্মালম্বীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানূষ উপস্থিত ছিলেন।