নড়াইলে ট্যাংকি থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্বারঃজিনের আছর দাবী করে অভিযোগ নেই!

0
183

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাঁশগ্রাম সরকেলডাঙ্গা হাসানিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার নির্মানাধীন সেফটি ট্যাংকি থেকে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে মাদ্রাসার কেরাত বিভাগের ছাত্র আবদুল্লাহর (১০) মরদেহ উদ্ধার করে পুলিশ। ছাত্র আবদুল্লাহর পাশ্ববর্তী চাচুড়ী এলাকার ইনছান গাজীর ছেলে। তার জ্বীনের আছর ছিলো উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।
পুলিশ ও মাদ্রাসা সুত্রে জানা গেছে, প্রতিদিনের মত আবদুল্লাহ এশার নামাজ জামাতে শেষ করে প্রতিবেশী এক বাড়িতে (লজিং খাওয়া) রাতের খাবার খাওয়ার জন্য মসজিদ হতে বের হয়। কিন্তু রাত ৯ টা বেজে গেলেও ফিরে না আসায় খোজাখুজি শুরু হয়। যে বাড়িতে খেতে যায় সে বাড়িতে খেতে না যাওয়ায় , অনেক খোজাখুজির পর মাদ্রাসা কাম এতিমখানার নির্মানাধীন সেফটি ট্যাংকির মধ্যে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করা হলে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরন করে।