নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাড়ের লড়াই প্রতিযোগীতা

0
162

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধিঃ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মজয়ন্তী স্মরনে নড়াইলে অনুষ্ঠিত ১৪দিন ব্যাপী সুলতান মেলার ৮ম দিনে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাড়ের লড়াই। আজ শনিবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এর কুড়িরমোঠে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগীতা, দিনব্যাপী চলে এ প্রতিযোগীতা।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা প্রশাসন , এস,এম ,সুলতান ফাউন্ডেশনের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক দর্শক এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইল জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক ষাঁড় এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।