নড়াইলে ‘উগ্রবাদ’ প্রতিরোধ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

0
176

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে “উগ্রবাদ প্রতিরোধে ছাত্র-ছাত্রী, গনমাধ্যমকর্মি ও সুশীল সমাজের ভ’মিকা ” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা পুলিশের আয়োজনে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর সার্বিক ব্যাবস্থাপনায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তজার্তিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের আওতায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
৪ দিন ব্যাপী এ সেমিনারে শেষ দিন জেলার স্কুল কলেজের ছাত্র-ছাত্রী,মুক্তিযোদ্ধা, গনমাধ্যম কর্মি, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর এসপি খন্দকার রবিউল আরাফত লেলিন“উগ্রবাদ প্রতিরোধে ছাত্র-ছাত্রী, গনমাধ্যমকর্মি ও সুশীল সমাজের ভ’মিকা কিকি ভূমিকা থাকতে পারে সে বিষয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
পুলিশ সুপার মোছা সাদিরা খাতুন এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জুআয়ের হোসেন চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা,সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,গনমাধ্যম কর্মি, জনপ্রতিনিধি,সাংস্কৃতিক কর্মি, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক- শিক্ষার্থী, সুশীলসমাজের প্রতিনিধি সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।