নড়াইলে আন্তর্জাতিক অভিবাসি দিবস পালিত

0
213

সুজয় কুমার বকসী,নড়াইলপ্রতিনিধিঃ “শতবর্ষে জাতির পিতা, সূবর্নে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২।
আজ রোববার (১৮ ডিসেম্বর ) দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও দিবসের তাৎপর্যের উপর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক হাবিবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে¡ নড়াইল কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মোঃ শামীম আহম্মেদ , জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মৌসুমী, জেলা শিশু কর্মকর্তা মোঃ অলিয়ার রহমান,সরকারি কর্মকর্তা,বিভিন্ন ব্যাংক ও এনজিও প্রতিনিধি, নড়াইল কারিগরী প্রশিক্ষন ইনিষ্টিটিউটের কর্মকর্তাগন, সাংবাদিক,অভিবাসীসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।