দ্বিতীয় প্রতিবেদন :অস্ট্রেলিয়া দল প্রোফাইল

    0
    284

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০ মে,স্পোর্টস রিপোর্টার: দল:অস্ট্রলিয়া। ওডিয়াই রেংকিং:০২,আয়তন:২৯,৬৭,৮৯৩ বর্গ মাইল (প্রায়)।জনসংখ্যা:২,১৫,১৫,৭৫৪ (প্রায়)।রাজধানী:ক্যানবেরা।
    বিশ্বক্রিকেটের সূচনা ক্যালিপসো সুরের মুর্ছনায়।এখন কেবল তাদেরই জয়গান।বর্তমান ওডিয়াই রেংকিং ০২।দলটির নাম অস্ট্রেলিয়া।বিশ্বক্রিকেটে যাদের সবাই “অজি” বলেই চিনে।ক্রিকেটের “ব্রাজিল” বলতে পারেন আপনি অস্ট্রেলিয়াকে।বিশ্বক্রিকেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক রাজ করে যাচ্ছে অজিরা।বিশ্বকাপের ১১ আসরের ৫ টিতেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।১৯৮৭ সালে প্রথম বিশ্বজয় করেছিল ব্রাডম্যানের উত্তরসূরীরা।প্রথম আসর থেকেই ফেবারিট তারা।যদিও ক্রিকেটের মধ্য সময়ে এসে সোনালী অতীত হারিয়ে ফেলেছে তারা। একসময়ের  পরাক্রমশালী  অজি ক্রিকেট সামাজ্যের পরন্ত বিকেলের মুখোমুখি হতে হয়েছিল বেশ কিছু তারকার বিদায়ে।বেশীদিন তাদের বধ করে রাখতে পারেনি ক্রিকেট দুনিয়া।অালাদিনের দৈত্য রূপে পূণঅাবির্ভাব হয়েই জিতে নিয়েছে নিজেদের পঞ্চম শিরোপা ২০১৫ সালে।নিজেদের গায়ে লাগিয়ে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নের তকমা।
    আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতেও বেশ সফল দলটি।১৯৯৮ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির যাত্রা শুরু করলেও অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়নের মুকুট পড়তে অপেক্ষা করতে হয়েছে ২০০৬ আসর পর্যন্ত।সেবারই প্রথম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জেতার স্বাদ পায় অজিরা।২০০৯ আসরেও টানা চ্যাম্পিয়ন হয়ে দুইবার শিরোপা জয়ের আনন্দে মাতে রিকি পন্টিং রা।
    বিশ্বকাপে সেরা অর্জন:চ্যাম্পিয়ন (১৯৮৭,১৯৯৯,২০০৩,২০০৭,২০১৫)।
    চ্যাম্পিয়ন ট্রফিতে সেরা অর্জন:চ্যাম্পিয়ন (২০০৬,২০০৯)।
    ডেভিড ওয়ার্নার,স্টিভ স্মিথ,গ্লেন ম্যাক্সওয়েল,মিশেল স্টার্কের মতো তারকাসমৃদ্ধ খেলোয়ার নিয়ে এবারের ২০১৭ চ্যাম্পিয়ন ট্রফিতে অংশ নিচ্ছে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রলিয়া।তাদের গ্রুপ সঙ্গী স্বাগতিক ইংল্যান্ড,নিউজিল্যান্ড ও বাংলাদেশ।