দেশে বসবাসরত খাসিয়া জন গোষ্ঠীদের প্রথম কারো শুদ্ধাচার পুরস্কার লাভ

0
335
দেশে বসবাসরত খাসিয়া জন গোষ্ঠীদের প্রথম কারো শুদ্ধাচার পুরস্কার লাভ
দেশে বসবাসরত খাসিয়া জন গোষ্ঠীদের প্রথম কারো শুদ্ধাচার পুরস্কার গ্রহণ। ছবি প্রতিনিধি

রেজওয়ান করিম সাব্বির,নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে বসবাসরত খাসিয়া সম্প্রদায়ের প্রথম কোন ব্যক্তির জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ ৷

সিলেটের জৈন্তাপুর উপজেলা তথা বাংলাদেশে বসবাসরত খাসিয়া জনগোষ্টির মধ্যে হতে সরকারী চাকুরীতে সততা ন্যায় ও নিষ্টার সহিত কাজের মূল্যায়ণ স্বরুপ বালাদেশে প্রথম জাতীয় শুদ্ধাচার পুরস্কার (সংশোধিত) নীতিমালা, ২০২১ এর ধারা অনুযায়ী ২০২১-২২ অর্থ বছরে সিলেট বিভাগের একজন প্রার্থী হিসেবে পুরস্কার লাভ করেন খাদ্য নিয়ন্ত্রকের কার্যলয় সিলেটের উপ খাদ্য পরিদর্শক ও জৈন্তাপুর খাসিয়া সেবা সংঘের সংস্কৃতি সম্পাদক নিপম সুমের ৷

১৯ জুলাই ২০২২ ইং তারিখ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৮ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলার খাসিয়া সম্প্রদায়ের একমাত্র সংগঠন খাসিয়া সেবা সংঘের আয়োজনে জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করায় সংবর্ধনা প্রদান করা হয় ৷

খাসিয়া সেবা সংঘের নেতা বিশ্বজিৎ সুমেরের সভাপতিত্বে খাসিয়া সেবা সংঘের সাধারণ সম্পাদক নিউয়েল নাইয়াং এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন ধনঞ্জয় লতুবের, খাসিয়া সেবা সংঘের নেতা অনুক ইয়াংইয়ুং, শঙ্কর খৈরম, রতন সুছেন, নিকোলাস নাইয়াং, নিলা নাইয়াং, সঞ্চীতা ইয়াংইয়ুং, ক্লেমেন্ট চিসিম, ফাইসাল খংলা, রয়েল নাইয়াং ও সংবর্ধিত অতিথি নিপম সুমের এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাসিয়া সেবা সংঘের সকল সদস্য ও সদস্যাবৃন্দরা।

জাতীয় শুদ্ধাচার পুরস্কার (সংশোধিত) নীতিমালা, ২০২১ এর ধারা অনুযায়ী ২০২১-২২ অর্থ বছরে সিলেট বিভাগের একজন প্রার্থী হিসেবে ১৮ই জুন ২০২২ সালে এই পুরস্কারের জন্য মনোনীত হোন বাংলাদেশে বসবাসরত খাসিয়া সম্প্রদায়ের সুযোগ্য সন্তান নিপম সুমের ৷

সংবর্ধিত অতিথির বক্তব্যে নিপম সুমের বলেন, খাসিয়া সম্প্রদায়ের সদস্যরা সরকারি চাকুরীতে আধিবাসী কোঠা বিশেষ করে চাকুরী গ্রহণ করেন ৷ তারপরেও আমি বলতে চাই এই অর্জন আমার একার নয়, অর্জনটি বাংলাদেশে বসবাসরত খাসিয়া সম্প্রদায় সহ বৃহত্তর জৈন্তাপুর বাসী৷ আমার এই অর্জন দেখে সততা ও নিষ্টার সাথে সরকারি দপ্তর গুলোতে কাজ করে আরও অনেকেই এই পুরস্কার অর্জনের অনুপ্রেরণা যোগাবে ৷ আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি ৷

সংবর্ধনা অনুষ্ঠানে নেতারা তাদের বক্তব্য বলেন, নানা সময়ে নানান ভাবে তাদের সম্প্রদায়ের সদস্যরা এদেশে বসবাস, ব্যবসা বানিজ্য, শিক্ষা ক্ষেত্র সহ সরকারি বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে সততা ও সাফল্যের সাথে কাজ করে আসছে ৷ এই প্রথম তাদের কমিউনিটির একজন সদস্য প্রথমবারের মত সরকারি কাজে অসামান্য অবদান রাখায় শুদ্ধাচার পুরুস্কার অর্জন করে ৷ এই অর্জন তাদের জন্য গৌরবের ৷ তারা এমন অর্জনের ধারা অব্যহত রাখেত নিপম সুমের খাসিয়া সম্প্রদায়ের উজ্জ্বল নক্ষত্র হিসাবে খাসিয়াদের অনুপ্রানিত করেছে ৷ তার এই অর্জনের জন্য সংবর্থনা প্রদান করা হল ৷