দেড় বছরে ৩১৭ জন ব্যক্তিকে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার

0
572
দেড় বছরে ৩১৭ জন ব্যক্তিকে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার
দেড় বছরে ৩১৭ জন ব্যক্তিকে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার

নুরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ রোববার (২৩জানুয়ারি ২০২২) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান জানান, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের বড় সাফল্য এসেছে। পুলিশের তৎপরতায় জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে দিয়ে জঙ্গিবাদকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। বাংলাদেশ পুলিশের এই সাফল্য আন্তর্জাতিকভাবেও স্বীকৃত হয়েছে।

পুলিশের এক পরিসংখ্যানে জানানো হয়েছে, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত দেড় বছরে ৩১৭ জন ব্যক্তিকে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো, যেমন সিআইডি ও পিবিআইয়ের পাশাপাশি জেলা ও মেট্রো ইউনিটগুলো মামলা নিষ্পত্তিতে দক্ষতা দেখিয়েছে।

দেশের প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পুলিশ ঈদ, পূজা ও স্থানীয় সরকার নির্বাচনসহ সকল জাতীয় ও স্থানীয় ক্ষেত্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে।