দশম সংসদের চীফ হুইপ হলেন আ স ম ফিরোজ

    0
    174

    আমারসিলেট24ডটকম,২৪জানুয়ারীঃ দশম জাতীয় সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন সংসদ সদস্য আ স ম ফিরোজ। আজ আওয়ামী লীগের সংসদীয় দল তাকে এ পদে মনোনয়নের সিদ্ধান্ত নেয়। তিনি নবম জাতীয় সংসদে সংসদের হুইপের দায়িত্ব পালন করেছেন। তিনি এবার পটুয়াখালি থেকে দশম জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়েছেন।পটুয়াখালীর সংসদ আ স ম ফিরোজসহ তার সঙ্গে যে পাঁচজন হুইপ হিসাবে নিয়োগ পেয়েছেন তারা হলেন; শেরপুরের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, দিনাজপুরের সংসদ সদস্য ইকবালুর রহিম, মৌলভীবাজারের সংসদ সদস্য মোহাম্মদ শাহাব উদ্দিন, চুয়াডাঙ্গার সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) ও নওগাঁর সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশফাকুল মকবুল জানান, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আজ শুক্রবার প্রধান হুইপ ও হুইপদের নিয়োগে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    নবম সংসদে যারা হুইপ ছিলেন, তাদের মধ্যে একমাত্র ফিরোজই এই দায়িত্বে ফিরেছেন। বাকি হুইপরা সবাই গত সংসদে সাংসদ থাকলেও হুইপের দায়িত্বে এসেছেন এবারই প্রথম।