তৃণমূল নেতা-কর্মীরাই মাঠে কাজ করেঃজুড়ীতে পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

0
222

এম এম সামছুল ইসলাম,জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলা আ’ওয়ামীলীগের বর্ধিত সভায় বন,পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আলহাজ শাহাব উদ্দিন বলেন, তৃনমূল নেতা- কর্মীরাই মাঠে কাজ করে আগামী নির্বাচনে পুনরায় নৌকার বিজয় আনতে হবে। এখন কেউ ঘরে বসে থাকার সময় নয়। আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা প্রতিটি ঘরে ঘরে মানুষের নিকট পৌছে দিতে হবে। বি এন পি এখন পাগল হয়ে আগের মতো জ্বালাও পোড়াও আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। তা প্রতিহত করাতে ও সজাগ দৃষ্টি রাখতে হবে একমাত্র আওয়ামীলীগ নেতা-কর্মীকে। বি এন পি বাড়াটে মানুষ নিয়ে তাদের সভা সমাবেশ করছে। তাদের কথা বাংলার সচেতন মানুষ আর বিশ্বাস করেনা। তারা ইতোপূর্বে দেশেের কোন উন্নয়ন করতে পারেনি আর পারবেও না। তারা শুধু জ্বালাও পোড়াও রাজনীতি করতে জানে। আমাদের প্রধানমন্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করে দেশকে বিশ্বের দরবারে উন্নত শিখরে তুলে ধরেছেন আগামী নির্বাচনে আওয়ামীলীগের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবেনা। আসছে ২৯ ডিসেম্বর জুড়ীর ফুলতলা ইউনিয়ন নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আওয়ামীলীগ নেতা – কর্মীকে। জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জুড়ী উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রিংকু রন্জন দাসের পরিচালনায় শনিবার (২৬ নভেম্বর) বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য এস এম জাকির হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ,সহ সভাপতি এডভোকেট আব্দুল খালিক সোনা,জাকির আহমদ কালা,সাগরনাল ইউনিয়ন চেয়ারম্যান বীর মমুক্তিযোদ্ধা আব্দুর নূর , আব্দুর রহমান মাষ্টার,পশ্চিম জুড়ী আওয়ামী লীগের সভাপতি শ্রীকান্ত দাস,সাধারন সম্পাদক জুবের হাসান জেবলু,জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা,গোয়ালবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাব উদ্দিন লেমন,ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম,সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আহমদ সাঈম,পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির।
উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী,কৃষকলীগের সভাপতি বিধান দাস বাদল, যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,সাধারন সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা মৎস্য জীবি লীগের সাধারন সম্পাদক নুরুজ্জমান প্রমুখ। এর আগে ২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জুড়ী নদীর গোবিন্দপুর এলাকায় নদীর তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধান অতিথি।