ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচটি ককটেল বিস্ফোরিত

    0
    470
    বিএনপি জোটের হরতালের দ্বিতীয় দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

    বিশ্ববিদ্যালয় এলাকা এবং চানখারপুল ও নিমতলী মোড় থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে মল চত্ত্বর এলাকায় দুটি, সোয়া ১২টার দিকে টিএসসি এলাকায় দুটি এবং অমর একুশে হলের দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। ওই হলের সামনে থেকে অবিস্ফোরিত অবস্থায় আরেকটি ককটেল উদ্ধার করা হয় বলে জানান তিনি।

    এর আগে সোমবার দুপুর ও রাতেও হাকিম চত্বর, টিএসসি ও ফুলার রোড এলাকায় সাতটি ককটেল ফাটানো হয়।

    প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, “যারা হরতাল ডেকেছে তারাই ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়াতে এসব ঘটাচ্ছে।”

    হরতাল চলাকালে রাজধানীর চানখারপুল ও নিমতলী মোড় থেকে পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ।

    শাহবাগ পুলিশের পেট্রোল ইন্সপেকটর শহিদুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে নিমতলী মোড়ে টহল দেয়ার সময় পুলিশ সদস্যরা প্যাকেটে মোড়ানো অবস্থায় ককটেলগুলো উদ্ধার করেন।

    “হরতাল সমর্থকরা ফাটানোর জন্য ককটেলগুলো রাস্তার পাশে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।”